Faculty Search | ||||||
পদ | বিভাগ | |||||
বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক | বাংলা ভাষা ও সাহিত্য |
ইউল্যাব (ULAB)
ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ULAB) একটি সরকার-অনুমোদিত, অলাভজনক, বেসরকারি বিশ্ববিদ্যালয় যা সৃজনশীলতা এবং মুক্ত চিন্তার মাধ্যমে তরুণদের মননশীলতার পূর্ণ বিকাশে নিবেদিত। ইউল্যাব তার চমৎকার কর্ম পরিবেশ এবং প্রতিযোগিতামূলক বেতন প্রদানের জন্য সুপরিচিত।
ইউল্যাব সমান সুযোগ প্রদানে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান।
কাজের প্রেক্ষাপট
ইউল্যাব তার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগকে দেশের অন্যতম শীর্ষ বিভাগে পরিণত করতে একজন উদ্যমী ও উদ্ভাবনী প্রার্থীকে নিয়োগ দিতে ইচ্ছুক। প্রার্থীকে অবশ্যই আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম তৈরিতে নেতৃত্ব দিতে হবে। বিভাগীয় প্রধান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অফিস, কেন্দ্র এবং বিভাগের সঙ্গে বিভিন্ন কৌশলগত উদ্যোগে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল্যবোধ বাস্তবায়নে সহায়তা করবেন।
রিপোটিং
বাংলা ভাষা ও সাহিত্য (BLL) বিভাগের প্রধান তার সকল কার্যক্রমের জন্য কলা ও মানবিক অনুষদের ডিনের কাছে রিপোর্ট করবেন।
প্রধান দায়িত্বসমূহ
- বাংলা ভাষা ও সাহিত্য (BLL) বিভাগের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা, যার মধ্যে রয়েছে শিক্ষকদের গুণগত মান উন্নয়ন ও ক্লাস পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের জন্য সহপাঠ্যক্রমিক ও অতিরিক্ত কার্যক্রমের উন্নয়ন, সময়মতো কোর্স সম্পন্ন ও মূল্যায়ন নিশ্চিত করা এবং শিক্ষা সংশ্লিষ্ট অনৈতিক কার্যক্রম প্রতিরোধ করা।
- শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্ব দেওয়া যাতে তারা সংশ্লিষ্ট ক্ষেত্রে সফল এবং টেকসই ভূমিকা রাখতে পারে।
- বাংলা ভাষা ও সাহিত্য (BLL) বিভাগের অন্যান্য শিক্ষকগণের পেশাগত উন্নয়নে কাজ করা।
- বিভাগের গবেষণা কার্যক্রম এবং গুণগত প্রকাশনার উন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষকদের পাশাপাশি সিনিয়র শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা।
- বাংলা ভাষা ও সাহিত্য (BLL) বিভাগের ধারাবাহিক এবং কৌশলগত উন্নয়নের জন্য উপাচার্য এবং উপ-উপাচার্য এর কাছে মতামত প্রদান করা।
- ইউল্যাবের ভিতরে এবং বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সমন্বয় করে শিক্ষক নিয়োগ, জ্ঞান আদান-প্রদান এবং বিভাগীয় লক্ষ্য ও কেপিআই (KPI) অর্জন নিশ্চিত করা।
- বিভাগীয় কার্যক্রম সরকারী নীতি ও নির্দেশিকার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা।
- বাংলা ভাষা ও সাহিত্য (BLL) বিভাগের সাথে সম্পর্কিত সকল অডিট-এ সহায়তা করা।
- OBE (আউটকাম বেসড এডুকেশন) ভিত্তিক পাঠ্যক্রম ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন এবং পর্যালোচনা করা।
- সংশ্লিষ্ট শিল্প ও কর্মপ্রতিষ্ঠান সমুহের সাথে দৃঢ় নেটওয়ার্ক তৈরি করা।
চাকরির ধরন
ফুল-টাইম
যোগ্যতা
A. শিক্ষা
- বাংলা ভাষা, বাংলা সাহিত্য বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি।
B. অভিজ্ঞতা
- ন্যূনতম ৮ বছরের শিক্ষকতা এবং গবেষণা অভিজ্ঞতা।
C. গবেষণা
- স্বীকৃত জার্নালে ন্যূনতম ৮টি পিয়ার রিভিউড প্রকাশনা।
D. দক্ষতা
- বাংলা ও ইংরেজিতে চমৎকার উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা।
E. নেতৃত্ব
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক প্রশাসন পরিচালনা এবং নেতৃত্বের অভিজ্ঞতা।
F. বয়স
- সর্বোচ্চ ৫৫ বছর।
কর্মস্থল
ঢাকা
বেতন
আলোচনা সাপেক্ষ
সুবিধাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা
- প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি
- বছরে দুইবার উৎসব ভাতা
- মোবাইল অ্যালাওয়েন্স
- পরিবহন সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)
আবেদন প্রক্রিয়া
বিষয় লাইনে ‘Head of BLL’ উল্লেখ করে আপনার হালনাগাদ সিভি নিম্নলিখিত ইমেইল ঠিকানায় পাঠান:
[email protected]
শুধুমাত্র বাছাইকৃত উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ০৪ জানুয়ারী ২০২৫ইং